নিসাঙ্কাকে আক্ষেপে পোড়ালেন হাসান, লিডের আভাস শ্রীলঙ্কার

দিনের খেলা শেষ হতে খুব বেশি সময় বাকি ছিল না। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির কাছাকাছিও ছিলেন। কিন্তু পাথুম নিসাঙ্কাকে সে সুযোগ দিলেন না হাসান মাহমুদ। গতি আর সুইংয়ে বোল্ড করে পোড়ালেন আক্ষেপে। শুরু থেকে ক্রিজে আধিপত্য করা নিসাঙ্কাকে ফেরালেও তৃতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানেই রয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকরা আভাস দিচ্ছে লিড তুলে নেয়ার।

সিরিজের প্রথম টেস্টে গলে বৃহস্পতিবার (১৯ জুন) তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের তুলনায় তারা পিছিয়ে রয়েছে ১২৭ রানে। নিসাঙ্কা ১৮৭ আর দিনেশ চান্দিমাল ৫৪ রান করে আউট হয়েছেন।

কামিন্দু মেন্ডিস ৩৭ আর ধনাঞ্জয়া ডি সিলভা ১৭ রানে অপরাজিত রয়েছেন। লাল সবুজদের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মুমিনুল হক।

এর আগে ৯ উইকেটের বিনিময়ে ৪৮৪ রানে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষ উইকেটে এদিন ১১ রানের বেশি যোগ করতে পারেনি লাল সবুজরা। মুশফিকুর রহিমের ১৬৩, নাজমুল হোসেন শান্তর ১৪৮ আর লিটন দাসের ৯০ রানের ইনিংসের কল্যাণে ৪৯৫ রান তোলে দল। লঙ্কানদের পক্ষে ৮৬ রানের বিনিময়ে অসিথা ফার্নান্দো সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া ৩৯ রান খরচায় মিলান রত্নানায়েকে আর ১৯৬ রান খরচায় থারিন্দু রত্নানায়েকে ৩টি করে উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে জবাব দিতে নেমে দলীয় ৪৭ রানে লাহিরু উদারার উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩৪ বলে ২৯ রান করে তাইজুল ইসলামের শিকার হন এ ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৭ রান করেন দিনেশ চান্দিমাল ও পাথুম নিসাঙ্কা। চান্দিমাল ৫৪ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন নিসাঙ্কা। টাইগার বোলারদের উপর চড়াও হয়ে দেড়শ ছাড়িয়ে তিনি এগিয়ে যেতে থাকেন ডাবল সেঞ্চুরির দিকে। অপরপ্রান্তে বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ৬৯ বলে ৩৯ রান করে মুমিনুল হকের শিকার হন। তখনো ক্রিজে আধিপত্য করছিলেন নিসাঙ্কা।

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষ করার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু তখনই আঘাত হানলেন পেসার হাসান মাহমুদ। তার গতি আর সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড হন নিসাঙ্কা। তাতে ২৫৬ বলে ২৩ চার ও ১ ছক্কায় ১৮৭ রানে থামতে হয় নিসাঙ্কাকে। তবে দিনের শেষটা নিরাপদেই পার করে দেন ধনাঞ্জয়া ও কামিন্দু। দুজনই বাংলাদেশের জন্য বিপজ্জনক। এর মধ্যে লাল সবুজদের বিপক্ষে কামিন্দুর গড় ১৩২.৩৩। তাই লড়াইয়ে ফিরতে চতুর্থ দিনের শুরুতেই দুজনকে সাজঘরে ফেরানোর দায়িত্ব নিতে হবে টাইগার বোলারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *