টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করলো কানাডা

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কানাডা। আইসিসি অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

আমেরিকান কোয়ালিফায়ারে টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপে উঠেছে আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি।

সর্বশেষ ম্যাচে বাহামার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক কানাডা। বাহামাকে মাত্র ৫৭ রানে অলআউট করে মাত্র ৫.৩ ওভারে লক্ষ্য অতিক্রম করে ফেলে দলটি। দিলপ্রীত বাজওয়া ১৪ বলে অপরাজিত ৩৬ রান করে জয় নিশ্চিত করেন এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন।

গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিল কানাডা। এবারের কোয়ালিফায়ারেও তারা ছিল ফেবারিট। শুরু থেকেই ভক্তদের প্রত্যাশা পূরণ করেছে দলটি।

নিকোলাস কার্টনের নেতৃত্বে বারমুডার বিপক্ষে ১১০ রানের বড় জয়ে বিশ্বকাপে জায়গা দখলেন অভিযান শুরু করে কানাডা। এরপর কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে ৫৯ রানে জয় এবং বাহামার বিপক্ষে প্রথম দেখায় ১০ উইকেটের সহজ জয় তুলে নেয়।

এই জয়ের মাধ্যমে কানাডা ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় ১১তম দল হিসেবে। এর আগে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও কোয়ালিফাই করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাকি সাতটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে। ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে দুই দল, আফ্রিকা কোয়ালিফায়ার থেকে দুই দল এবং এশিয়া-ইস্টার্ন প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে তিন দল কোয়ালিফাই কররে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *