ব্যঙ্গ করেছিলেন হারভজন! এবার ই’টে’র ব’দলে পা’ট’কে’ল মা’র’লে’ন মুস্তাফিজ

আমাদের ছেলেপেলে ICC-তে পড়ে না?”—হারভজনের কটুক্তির জবাবে মাঠেই পাটকেল মারলেন মুস্তাফিজ!

ক্রিকেট ইতিহাসে বহুবার ভারতকে ভেলকি দেখানো বাংলাদেশ দলকে একহাত নিয়ে সাবেক ভারতীয় স্পিনার হারভজন সিং*বলেছিলেন,

বাংলাদেশের ক্রিকেট দল এমন, যেন আমার পাড়ার ছেলেরা খেলে ওদের চেয়ে ভালো।

এই মন্তব্যে বাংলাদেশে পড়ে জ্বালাময়ী প্রতিক্রিয়া, সমর্থকদের মুখে একটাই প্রশ্ন—“আপনার দেশ হারেনি আমাদের কাছে বারবার?

কিন্তু কেউ মুখে কিছু না বললেও, মাঠেই জবাব দিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান!

ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে যখন সবাই চুপচাপ, তখন মুস্তাফিজ **দ্রুত ৩ উইকেট তুলে** হারভজনের মুখ বন্ধ করে দেন বলেই যেন মনে হয় অনেকের।

ম্যাচের পর ভক্তরা বলতে শুরু করেছেন:

হারভজন সিং তো মুখে বলেছে, মুস্তাফিজ সেটা হাতে ধরে বুঝিয়ে দিয়েছে—ICC-তে কারা পড়ে, আর কারা পড়ে না!

মুস্তাফিজ নিজেও ম্যাচ শেষে বলেন:

“আমরা কথা বলি না বেশি, মাঠে বলি। আমাদের ছোট দল বললেও, আমরা কাউকে ভয় পাই না।

প্রশ্ন এখন ফ্যানদের দিকে ঘুরে যায়:

হারভজন কি ইচ্ছা করেই এমন মন্তব্য করে উত্তেজনা তৈরি করছেন?

মাঠে বারবার জবাব পেলেও কেন ভারতীয় সাবেকরা বাংলাদেশের উন্নতি মানতে চায় না?

বিসিবি কি এবার প্রতিবাদ করবে, নাকি চুপ থাকবে আগের মতো?

এখন প্রশ্ন শুধু একটা:

মাঠে যদি জবাব দেই, তাহলে মুখে কেন এত অপমান সইতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *