আগামী বছরে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেটের ঘোষণা

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে খুলনা হয়ে রাজশাহীতেও চলছে বিভিন্ন কার্যক্রম।

রোববার (২২ জুন) পদ্মাপাড়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এবং সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মাহবুব আনাম।

এ সময় মাহবুব আনাম রাজশাহীতে দ্রুত আন্তর্জাতিক বা বিপিএল ম্যাচ আয়োজনের ইঙ্গিত দেন। তিনি বলেন, “আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা কিংবা বিপিএলের ম্যাচ আমরা দেখতে পারব।”

রাজশাহীতে লিগ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট, বয়সভিত্তিক ও দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হলেও এখনো বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়নি। এবার বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) প্রস্তাব দিয়েছে মাঠটি সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে।

“দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের উৎসাহ—এসব তখনই বর্ধিত করা সম্ভব, যখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়। এই লক্ষ্যে আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আশা করছি, তারা সেগুলো হাতে নেবে,” বলেন মাহবুব আনাম।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১৯৮৯ সালে বেক্সিমকো ইয়ুথ এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। সর্বশেষ ২০২৫ সালে এখানে হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা যুব দলের ম্যাচ।

মাহবুব আনাম আরও বলেন, “রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় কোনো খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটিকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *