রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য কী হবে? এই প্রশ্নের উত্তর ঘিরে সাম্প্রতি সময়ে বেশ আলোচনা হয়েছে। কিন্তু কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। আপাতত সৌদি আরব ছাড়ছেন না এই পর্তুগিজ তারকা।

আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করলেন রোনালদো। সৌদি প্রো লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

গত ২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে আল নাসরে নাম লেখান রোনালদো। সেই চুক্তির মেয়াদ আছে এই মাস পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন করল আল নাসর।

গত কয়েক দিন ধরে রোনালদোর সৌদি ছাড়ার গুঞ্জনের শুরুর পথটা তৈরি করে দিয়েছিলেন রোনালদো নিজেই। সৌদি প্রো লিগে গত মাসে আল ফাতেহর বিপক্ষে হারের পর তিনি সামাজিক যোগাযোমাধ্যমে লেখেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’

এই লেখা থেকেই অনেকেই ধারণা করেছিলেন চলতি চুক্তির মেয়াদ শেষেই হয়তোবা আল নাসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন রোনালদো। তবে সেসব সত্যি হলো না। যা স্বস্তি দেবে আল নাসর সমর্থকদের।

নতুন চুক্তিতে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *