‘৫টি ব্যালন ডি’অর জিতবেন এমবাপে!’

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর গত মৌসুমে কোনো কিছুই জিততে পারেননি কিলিয়ান এমবাপে। তবে, ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গেছেন। রিয়ালের জার্সি গায়ে অভিষেক মৌসুমেই ৫৬ ম্যাচে রেকর্ড ৪৩ গোল করেন তিনি। এর মধ্যে লা লিগায় ৩১ গোল করে জয় করে নেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।

এতগুলো গোল করেও রিয়ালকে লা লিগা কিংবা কোপা ডেল রে জেতাতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরেছে ৫-১ ব্যবধানে।

কোনো শিরোপা না জিতলেও কিলিয়ান এমবাপের সাবেক পিএসজি সতীর্থ, রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস মনে করেন, এবারের ব্যালন ডি’অরটা এমবাপেই পাওয়ার যোগ্য। এ বিষয়ে এমবাপেকেই সমর্থন জানালেন রামোস।

শুধু এই বছরই নয়, ভবিষ্যতে আরও পাঁচবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পারেন এমবাপে বলে মন্তব্য করেছেন রামোস। সাবেক স্পেন অধিনায়ক কিলিয়ান এমবাপেকে ওসমানে ডেম্বেলে, লামিনে ইয়ামাল এবং রাফিনহার চেয়েও এগিয়ে রেখেছেন।

রামোসের এই মন্তব্য এমবাপের প্রতি তার আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। এমবাপের তার গতি, গোল করার ক্ষমতা এবং খেলার মাঠে প্রভাব ফেলার ক্ষমতা তাকে ব্যালন ডি’অরের দৌড়ে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। রামোস মনে করেন, ‘ব্যলন ডি’অর যেহেতু ব্যক্তিগত পারফরম্যান্সের বিষয় এবং ব্যক্তিগত পুরস্কার। এটা কোনো কোনো দলীয় পুরস্কার নয়। সুতরাং, গত মৌসুমে এমবাপের বেশ কিছু ভালো পারফরম্যান্স রয়েছে, যেগুলো তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।’

তবে, ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপের সঙ্গে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল, যিনি মাত্র ১৭ বছর বয়সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফুটবল বিশ্বে ঝড় তুলেছেন। এছাড়াও, পিএসজির ওসমানে ডেম্বেলে এবং বার্সেলোনার রাফিনহাও তাদের নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই পুরস্কারের দৌড়ে রয়েছেন।

২০২৫ সালের ব্যালন ডি’অর পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, দেখার জন্য কে এই বছরের সেরা খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *