
অবশেষে হল দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ। গোটা বিশ্বের ৩২ দলের মধ্যে টানটান লড়াই দেখতে পাওয়া যাবে।
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ক্লাব ফুটবল বিশ্বকাপ। চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। এই টুর্নামেন্টে ফুটবল বিশ্বের মোট ৩২ ক্লাব অংশগ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই টুর্নামেন্টের ম্য়াচগুলো আয়োজন করা হচ্ছে।
ভারতীয় ফুটবল সমর্থকরা টেলিভিশন কিংবা অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি স্টেডিয়ামে বসে লাইভ ম্য়াচ দেখার জন্য টিকিটও অবশ্য কাটতে পারেন।