রোহিত-বিরাটের খেলার তারিখ ঘোষণা করল বিসিসিআই

২০২৬ সালের জানুয়ারি মাসে ফের বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তন দেখতে পাওয়া যাবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে নামবে ভারত। গত শনিবার (১৪ জুন) এই সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই।

গত মে মাসেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট সমর্থকদের স্তম্ভিত করেছে। আশা করা হচ্ছে, ইংল্যান্ড সফরে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে হয়ত ভারতীয় ক্রিকেট দলের এই দুই মহারথীকে দেখতে পাওয়া যাবে।

কিন্তু, এই সিরিজের আগেই তাঁরা টেস্ট ফরম্য়াট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিপূর্বে, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পরই তাঁরা কুড়ি ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। আপাতত ভারতের এই দুই ক্রিকেটারকে ওয়ানডে ফরম্য়াটেই দেখতে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *