হঠাৎ সাকিব আল হাসানকে নিয়ে বিষ্ফোরক তথ্য ফাঁস করে তোলপাড় সৃষ্টি করলেন নাসির

বাংলাদেশ ক্রিকেটে অনেকদিন ধরেই আলোচনার বাইরে ছিলেন নাসির হোসেন। তবে এবার তিনি ফিরলেন, তবে ব্যাট হাতে নয়—মুখ খুলে! আর তাতেই সৃষ্টি হলো রীতিমতো তোলপাড়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নাসির জানালেন, গত দেড় বছরে তার জাতীয় দলের কারো সাথেই কোনো যোগাযোগ হয়নি, কেবল সাকিব আল হাসানের সঙ্গে টুকটাক কথা হয়েছে!

নাসির বলেন,

“দেড় বছরে শুধু সাকিব ভাইয়ের সঙ্গে সামান্য কথা হয়েছে। বাকিদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেউ ফোন করে না, আমিও করিনি।”

কিন্তু এখানেই শেষ নয়। এই বক্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে—সাকিবের সঙ্গে সেই কথোপকথনে কী এমন হয়েছিল?

অন্তরঙ্গ ইঙ্গিত দিয়ে নাসির বলেন,

“সব বললে অনেক কিছু বের হয়ে যাবে। তবে সাকিব ভাইয়ের সঙ্গে কথা বললেই বোঝা যায়, ওর মাঝে এখনও ক্রিকেটের প্রতি আগুনটা রয়েছে। কিন্তু চারপাশে অনেক কিছু চলছে, যা আমি বলতেও চাই না।”

নাসিরের এই ‘অনেক কিছু’ বলাটা নিয়েই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। কেউ বলছেন, জাতীয় দলে গ্রুপিং বা সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইঙ্গিত করেছেন তিনি। আবার কেউ মনে করছেন, বিসিবির ভেতরের কোনো দ্বন্দ্ব জানিয়ে দিয়েছেন পরোক্ষভাবে।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে তার এই বক্তব্য ভাইরাল। ভক্তরা জানতে মরিয়া—ঠিক কী জানেন নাসির, যা এখনো গোপন?

নাসিরের এই মন্তব্য কি সাকিবের ফেরার পথ মসৃণ করবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *