বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আবারও নতুন দলে ডাক পেলেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন সাকিব আল হাসান৷ টি-টেন ফরম্যাটের ৮ দলের এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি তারকা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই টুর্নামেন্টে দেখা টাইগার অলরাউন্ডারকে।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা জানিয়েছে, ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরাদের মতো বড় তারকারা।অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব।

মাঝে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর অ্যাকশন পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন সাকিব। ফলে নিষিদ্ধ হয় তার বোলিং। এরপর ক্রিকেট থেকে দূরে ছিলেন এই অলরাউন্ডার।

পরবর্তীতে অ্যাকশন শুধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা শুরু করেছেন এই তারকা। খেলছেন পাকিস্তান সুপার লিগে(পিএসএল)। খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএলে) আসন্ন মৌসুমেও।

আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে মাঠে গড়াবে ৮ দলের ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যা চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই মাঠে গড়াবে এই টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *