৩৭১ রান তাড়া করে ভারতকে হারানোর রহস্য জানালেন স্টোকস

হেডিংলেতে ৩৭১ রান তাড়া করে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার তালিকায় যা রয়েছে ১০ নম্বরে। বেন স্টোকস মনে করেন, সঠিক মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতার কারণেই তারা জিততে পেরেছেন।

ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে স্টোকস বলেন, ‘আমাদের মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতা ঠিক রাখার কারণেই জিততে পেরেছি। দুটো দলই ভালো ক্রিকেট খেলেছে। সিরিজটা দারুণ ভাবে শুরু হল। ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট ছিল। ভারতের লোয়ার অর্ডারকে কম রানে আউট করে দেওয়া আমাদের জয়ের অন্যতম কারণ।’

টসে জিতে বোলিং নেওয়ার পর অনেকেই স্টোকসের সমালোচনা করেছিলেন। তা আরও তীব্র হয় ভারতের তিন ব্যাটার শতরান করায়। টেস্ট জিতে সেই সমালোচকদের একহাত নিতে ভোলেননি স্টোকস। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট তো পাঁচ দিনে খেলা হয়, তাই না? টস হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে জিতলে কী করব। দুটি দলই ভাগ্যের সাহায্য পেয়েছে। ক্যাচ পড়েছে দু’দলেরই। না হলে ম্যাচটা পাঁচ দিনের হতো না।’

সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভন এই জয়কে বর্ণনা করেছেন ‘বাজবল উইথ ব্রেনস’ বা বুদ্ধিদীপ্ত বাজবল খেলার সঙ্গে। স্টোকসের মন্তব্য, ‘যেটা করার দরকার ছিল ঠিক সেটাই করেছি। যতবার চাপে পড়েছি তত বার ভালো খেলেছি। শুধু দক্ষতা নয়, সাজঘরের ইতিবাচক মানসিকতার দিকটাও তুলে ধরতে হবে।’

স্টোকস আরও বলেছেন, ‘আমি এবং বাজ (ব্রেন্ডন ম্যাককালাম) সব কিছু সহজ রাখতে ভালোবাসি। এত রান তাড়া করতে নামলে নিজেদের শান্ত রাখতে হয়। চাপের সঙ্গে মানিয়ে নিতে হয়। সেটাই আমরা করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *