‘অন্যায়’ ভাঙলেন হামজা

বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার হামজা চৌধুরী এবার সরাসরি অভিযোগ তুললেন দলের অভ্যন্তরের অব্যবস্থাপনা ও পক্ষপাতদুষ্ট নির্বাচনের বিরুদ্ধে। হাভিয়ের কাবরেরা’র পরিচালনায় নানা বিতর্ক এখন প্রকাশ্যে!

হামজার জোরালো বক্তব্য:

“জাতীয় দল মানে শুধুই তরুণদের জায়গা নয়। অভিজ্ঞতা এখানে সবচেয়ে বড় শক্তি। জামাল ভূঁইয়া ও আনিসুর রহমান জিকুর মতো নির্ভরযোগ্য খেলোয়াড়দের বাইরে রাখা মানেই দলের ক্ষতি। তারা দলে না থাকাটা এক বিশাল ভুল।”

কাবরেরার বিরুদ্ধে কী বলছেন হামজা:

– “প্রত্যেক ম্যাচের আগে সিদ্ধান্ত হয় বাইরে থেকে। কোচের হাত-পা বাঁধা।”

– “জিকু দেশের সবচেয়ে ধারাবাহিক গোলকিপারদের একজন, অথচ তাকে বাদ দেয়া হচ্ছে অজানা কারণে।”

– “জামালের নেতৃত্ব ছাড়া আমরা বহু ম্যাচে পথ হারিয়ে ফেলেছি, এটা বোঝা উচিৎ সবার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *