
দীর্ঘ আলোচনার পর অবশেষে ফেরার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার পর এই অলরাউন্ডার অবশেষে ঠিক করেছেন কবে ফিরবেন ২২ গজে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাকিব আগামী সেপ্টেম্বরের-অক্টোবরে ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে তিনি পুরোদমে অনুশীলন শুরু করবেন তিনি।
বিসিবির এক কর্মকর্তা জানান,
“সাকিব নিজে থেকেই আমাদের জানিয়েছে সে ফিরতে চায়। আগামী মাস থেকে ট্রেনিং শুরু করবে এবং সেপ্টেম্বরের মাঝামাঝিতেই ক্যাম্পে যোগ দেবে।”
সাকিবের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তার ভক্ত-সমর্থকরা। জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতার মাঝে তার প্রত্যাবর্তন নতুন করে আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে অনেকের মনে প্রশ্ন—এটা কি শুধুই ক্রিকেটে ফেরা, নাকি ভবিষ্যতে বিসিবির নেতৃত্বেও দেখা যাবে তাকে? সেটা সময়ই বলে দেবে।