রোনালদোর দেশের ক্লাবের বিপক্ষে খেলবেন মেসি?

ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার রাত ১টায় মাঠ নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব এফসি পোর্তো।

ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ক্লাবের বিপক্ষে মেসি খেলবেন কিনা, তা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। কারণ, বুধবারের অনুশীলন সেশনে মেসিকে তার বাম পা ছুঁতে দেখা যায় একটি ভিডিওতে। যা দেখে কেউ কেউ ইনজুরির আশঙ্কা করছিলেন।

তবে মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানো নিশ্চিত করেছেন, অভিজ্ঞ ফরোয়ার্ড মেসি পোর্তোর বিপক্ষে খেলতে প্রস্তুত।

মাচেরানো বলেন, ‘মিয়ামি থেকে আটলান্টায় আসার পথে আমি দেখেছি অনেক জায়গায় এই খবর (ইনজুরি) ছড়িয়েছে। কিন্তু লিও পুরোপুরি ফিট। সে অনুশীলনে অংশ নিয়েছে, পুরো সেশন শেষ করেছে। সে পা ছুঁয়েছে ঠিকই, অনেক সময় মানুষ নিজে থেকেই কিছু একটা স্পর্শ করে। কিন্তু কোনো সমস্যা নেই। সে ফিট এবং অবশ্যই আগামীকাল (আজ) খেলবে।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে ০-০ গোলে ড্র করেছিল মিয়ামি। ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্দি আলবা। তবে দ্বিতীয় ম্যাচে খেলতে প্রস্তুত আলবাও।

মাচেরানো জানান, পোর্তোর বিপক্ষে বলের দখল ধরে রাখাই হবে মূল চাবিকাঠি। পর্তুগালের এই ক্লাবটি নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করে এবং ইন্টার মায়ামির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

মিয়ামি কোচ বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় আছে যারা বল পায়ে খেলতে বেশি স্বচ্ছন্দবোধ করে, খেলার নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসে। অবশ্যই আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা নিজেরাও বল দখলে রাখতে অভ্যস্ত এবং একটি উচ্চ মানের দল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *