
গল টেস্টের চতুর্থ দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেছেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।
৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন খেলার সময় নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৯৭ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ৩৭৯ রান। কামিন্দু মেন্ডিস ৪৪ আর কুশল মেন্ডিস ০ রানে অপরাজিত। বাংলাদেশ থেকে এখনো ১১৬ রানে পিছিয়ে লঙ্কানরা।
আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।