ফের ব্যর্থ বিজয়, সাদমানের ফিফটিতে লিড বড় করছে বাংলাদেশ

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হতাশ করলেন এনামুল হক বিজয়। ক্রিজ আকড়ে ধরতে পারেননি মুমিনুল হকও। টপ অর্ডারের হয়ে একাই হাল ধরলেন সাদমান ইসলাম। এ ওপেনারের ফিফটিতে লিড বড় করছে বাংলাদেশ।

গল টেস্টের চতুর্থ দিনে শুক্রবার (২০ জুন) নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ১০ রানের লিড নিয়ে ইনিংস শুরু করা লাল সবুজদের সংগ্রহ ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯১ রান। সাদমান ৫৪ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিতে নামা নাজমুল হোসেন শান্ত ১৮ রান করেছেন।

এর আগে ৪ উইকেটের বিনিময়ে ৩৬৮ রানে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। ৩৭ রানে কামিন্দু মেন্ডিস আর ১৭ রানে ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত থেকে ব্যাট করতে নামেন। দুজনের ৪৬ রানের জুটি ভেঙে দেন স্পিনার নাঈম হাসান। এরপর ক্রিজে নামা কুশল মেন্ডিসকে (৫) স্থায়ী হতে দেননি হাসান মাহমুদ। সপ্তম উইকেট জুটিতে মিলান রত্নানায়েককে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন কামিন্দু। তাদের জুটি ভাঙেন হাসান। টাইগারের পেসারের বলে বোল্ড হয়ে ৩৯ রানে সাজঘরে ফেরেন মিলান। তখনো লিড ‍তুলে নেওয়ার পথেই ছিল শ্রীলঙ্কা। তবে ঘূর্ণির জাদু দেখিয়ে ক্রিজের নিয়ন্ত্রণ নিয়ে নেন নাঈম।

কামিন্দুকে সেঞ্চুরি মিসের আক্ষেপে পোড়ান। ১৪৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৭ রান করে কট বিহাইন্ড হন এ ব্যাটার। এরপর থারিন্দু রত্নানায়েকে (০) ও অসিথা ফার্নান্দোকে (৪) বোল্ড করে শ্রীলঙ্কাকে দ্রুত অলআউট করে ফাইফার তুলে নেন নাঈম। ১১ রানে অপরাজিত ছিলেন প্রবাত জয়াসুরিয়া। নাঈমের ৫ ছাড়াও ৩টি উইকেট নিয়েছেন হাসান। ১টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক।

আগের দিন পাথুম নিসাঙ্কা ১৮৭ আর দিনেশ চান্দিমাল ৫৪ রান করে আউট হয়েছিলেন। অলআউট হওয়ার আগে ৪৮৫ রান তুলে নেয় স্বাগতিকরা।

তাতে ৪৯৫ রান করা বাংলাদেশ ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে। এ ইনিংসেও হতাশ করেন বিজয়। প্রথম ইনিংসে ১০ বলে শূন্য রানে আউট হয়েছিলেন এ ওপেনার। আজ দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে নেমে আরও ১০ বল বেশি খেলে ৪ রান করে আউট হলেন। প্রবাত জয়াসুরিয়ার করা অষ্টম ওভারে পঞ্চম বলটি একটু উঠেছিল অফ স্টাম্পের বাইরে। বিজয় অযথাই খোঁচা মেরে আউট হলেন। তবে একপ্রান্ত আগলে রেখে শুরু থেকেই আধিপত্য করছিলেন সাদমান। তাকে দ্বিতীয় উইকেটে সঙ্গ দিচ্ছিলেন মুমিনুল। কিন্তু স্পিনার থারিন্দু রত্নায়েকের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ভালো খেলতে খেলতে ১৪ রান করে ফিরে গেছেন এই বাঁহাতি। তার আউটে সাদমানের সঙ্গে ৩৬ রানের জুটি ভাঙল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *