কোচ হয়ে এসেই সাকিব সাব্বিরকে একাদশে চাইলেন ব্রাভো !

বাংলাদেশ ক্রিকেটে আবারও শুরু হয়েছে বড়সড় রদবদল। সদ্য দায়িত্বপ্রাপ্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নিচ্ছেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। টানা ব্যর্থতার দায়ে তৌহিদ হৃদয়কে বাদ দেওয়া হচ্ছে মূল দল থেকে, আর সেই জায়গায় দলে ফিরছেন সাব্বির রহমান এবং সাকিব আল হাসান!

বাংলাদেশ ক্রিকেটে বড়সড় চমক! টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। আর তাঁর জায়গায় আসছেন ডোয়াইন ব্রাভো, যিনি এর আগে বিশ্বের নানা লিগে খেলোয়াড় ও মেন্টর হিসেবে কাজ করলেও এই প্রথম কোনো জাতীয় দলের প্রধান কোচের আসনে বসছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সিরিজে দলের ধারাবাহিক ব্যর্থতা, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন উঠছিল বহুদিন ধরেই। এরই মাঝে বিসিবি নড়েচড়ে বসে এবং অবশেষে ফিল সিমন্সের অধ্যায় শেষ করে নতুন চমক দেখায় বোর্ড।

কেন বাদ তৌহিদ হৃদয়?

সম্প্রতি পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তৌহিদ হৃদয়ের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। বিশেষ করে মিডল অর্ডারে তার স্থিরতা ও ম্যাচ ফিনিশিং দক্ষতার ঘাটতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় তার পরিবর্তে অভিজ্ঞদের প্রতি আস্থা রাখছেন নতুন সভাপতি।

ফিরছেন সাব্বির ও সাকিব

সাব্বির রহমান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ডিপিএলে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসী ছন্দ। অন্যদিকে, সাকিব আল হাসানের ফিটনেস ও রাজনৈতিক ইস্যু ঘিরে কিছু অনিশ্চয়তা থাকলেও বিসিবি এবার জাতীয় স্বার্থে তাকে ফেরাতে চাইছে। বুলবুল বলেছেন:

“দলের ভারসাম্য এবং অভিজ্ঞতা দুইই দরকার। আমরা সেরা কম্বিনেশন খুঁজছি।”

বুলবুলের নতুন নীতি?

নতুন সভাপতি হবার পর থেকেই আমিনুল ইসলাম বুলবুল বলে আসছেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় করেই হবে তার নেতৃত্বের মূলমন্ত্র। সাব্বিরের মতো আগ্রাসী ব্যাটার এবং সাকিবের অভিজ্ঞতা — এই দুটিই এখন বাংলাদেশ দলের প্রয়োজন বলে মনে করছেন তিনি।

নতুন কোচ ব্রাভোও সহ মত দিয়েছেন বুলবুলের এই নীতিতে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *