জোড়া সেঞ্চুরি হাঁকানো ম্যাচে শাস্তি পেলেন পন্ত

হেডিংলি টেস্টে ব্যাট হাতে রিশভ পন্ত গড়েছেন বিরল কীর্তি। ভারতের এই উইকেটকিপার দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছে প্রশংসায় ভাসছেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে নাকাল ইংলিশ বোলিং লাইনআপ। কিন্তু একই টেস্টে মুদ্রার ওপর পিঠও দেখলেন তিনি। আচরণবিধি ভেঙে শাস্তির মুখে পড়েছেন পন্ত।

হেডিংলি টেস্টের তৃতীয় দিনে মাঠে আইসিসির আচরণবিধি ভাঙায় রিশভ পন্তকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ম্যাচ রেফারি।

ঘটনাটি ঘটে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময়। আম্পায়ারের এক সিদ্ধান্তে নাখোশ হয়ে বল ছুড়ে মেরেছিলেন পন্ত। যে কারণে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

ইংল্যান্ডের ইনিংসের ৬১তম ওভারে ব্যাট করছিলেন হ্যারি ব্রুক ও বেন স্টোকস। ওই সময় বলের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের আবেদন করেন পন্ত। আম্পায়াররা বল গজ দিয়ে পরীক্ষা করে তা পরিবর্তনে সম্মত না হলে ভারতের এই উইকেটকিপার তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন এবং বলটি মাটিতে ছুড়ে মারেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ আচরণবিধির লঙ্ঘন। যে কারনে পন্তকে অভিযুক্ত করা হয়। তবে এই উইকেটকিপার অভিযগ স্বীকার করে নেয়ায় আর আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাব করা শাস্তি মেনে নেন তিনি।

পন্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অন-ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানী ও পল রেইফেল, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত এবং ফোর্থ আম্পায়ার মাইক বার্নস।
এটি লেভেল ১ ধরণের অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল ১ ধরণের অপরাধের শাস্তি হিসেবে আনুষ্ঠানিক সতর্কতা, ম্যাচ ফি’র সর্বোচ ৫০ শতাংশ জরিমানা ও ১টি বা ২টি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। সে হিসেবে পন্ত লঘু শাস্তিই পেয়েছেন।

শেষ ২৪ মাসে এটিই পন্তের প্রথম শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *