শান্ত’র চোট নিয়ে সবশেষ তথ্য জানালেন বাংলাদেশ কোচ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে গতকাল (সোমবার) থেকে কলম্বোতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আর এদিনই অনুশীলনে আঙুলে চোট পান সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্লিপে ক্যাচ প্রাকটিস করার সময় তিনি ডান হাতের আঙুলে চোট পান। তবে শেষ টেস্টে শান্ত খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।

চোট পাওয়ার একদিন পর শান্ত’র চোটের অবস্থা জানিয়েছেন কোচ ফিল সিমন্স। শেষ টেস্টে তাকে দেখা যাবে কি না ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন ওঠে। জবাবে টাইগার কোচ সিমন্স জানিয়েছেন, শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন টাইগার অধিনায়ক।

এর আগে শ্রীলঙ্কা সফরের শুরুতেও একবার চোট পেয়েছিলেন শান্ত। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলন চলাকালে তিনি আঙুলে চোট পান। পরে সেই আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছিলেন শান্ত। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও গতকাল আঙুলে চোট পান বাঁ-হাতি এই ব্যাটার। এরপর থেকে পর্যবেক্ষণে ছিলেন তিনি।

প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শান্ত। যাতে ভর করে লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম টেস্টটি ড্র করে টাইগাররা। ফলে দ্বিতীয় টেস্ট হবে সিরিজ নির্ধারণী লড়াই। আগামীকাল (২৫ জুন) থেকে কলম্বোতে ম্যাচটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *