তৃতীয় দিনে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা দল। দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে যুক্ত করেছে বড় রান। অন্যদিকে বাংলাদেশের কেটেছে হতাশার এক দিন। ফলে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের কন্ঠে হতাশা ঝরেছে।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে শ্রীলঙ্কা। ১৪৬ রান নিয়ে উইকেটেছে আছেন নিশাঙ্কা। তার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়ার সংগ্রহ ৫ রান। বাংলাদেশের থেকে ৪৩ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। তাদের হাতে আছে ৮ উইকেট।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হয় তারা (দুই পেসার) নতুন বলে বেশ সংগ্রাম করেছে। শুরুতে তাদের বোলিং দেখেছি আমরা। দিনের শেষ ভাগে তারা কামব্যাক করেছে মনে হয়। রানার ক্ষেত্রে মনে হয়েছে শেষ দিকে সে নিজের ছন্দ ফিরে পেয়েছে। ইবাদতকেও শেষ স্পেলে ভালো মনে হয়েছে।’

‘প্রথমে ভালো হয়নি তবে শেষ দিকে তারা দলের জন্য যা করা দরকার তা করে দিতে পেরেছে। উইকেট এখন তেমন কিছু অফার করছে না। আমরা শুরুটা ভালোভাবে করতে পারিনি। চা বিরতি এবং লাঞ্চের পরে আমরা যেভাবে ফিরে এসেছি তাতে আমি খুশি।’

আজকের বাজে পারফরম্যান্সকে কঠিন দিন হিসেবে ভুলে যেতে চান সিমন্স। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এটি টেস্ট ক্রিকেটের কঠিন একটি দিন ছিল। উইকেট অনেক সহজতর ছিল। ব্যাট করাটা অনেক সহজ ছিল আজকে। উইকেট তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে। ফলে বোলারদের জন্য কঠিন দিন গেছে।’

নাঈম হাসানের বোলিং করা নিয়ে সিমন্স বলেছেন, ‘মনে হয় না (নাঈমকে কম বোলিং করানো) ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ছিল। অধিনায়কের সিদ্ধান্ত, হয়ত সে ভেবেছে বাকিরা ভালো বিকল্প ছিল, সে কারণেই হয়ত। যেমনটা আগেই বললাম, বাকি ২ জনকে সে (অধিনায়ক) ব্যবহার করছিল, তাদের স্কিল, অভিজ্ঞতা অনেক বেশি এমন উইকেটে (সে কারণেই নাঈমকে দেরিতে এনেছে হয়ত)।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *