সরাসরি: বাড়ছে শ্রীলঙ্কার লিড

দ্বিতীয় দিন প্রথম সেশনে নিয়িত বিরতিতে উইকেট পড়লেও বাড়ছে শ্রীলঙ্কার লিড। বিরতিতে যাওয়ার আগে দলটির রান চারশ পার হয়। লিড ১৫৪। কুশল মেন্ডিস ৪২ ও সোনাল দিনুশা ৮ রানে ব্যাট করছেন। এর আগে দিনের শুরুতে নিসাঙ্কা ১৫৮, ধনাঞ্জয়া ৭, জয়সুরিয়া ১০ ও কামিন্দু মেন্ডিস ৩৩ রানে ফেরেন। এই সেশনে শ্রীলঙ্কা ৪ উইকেট হারায়। তাইজুল নেন দুই উইকেট আর ১টি করে উইকেট নেন নাঈম-রানা।

তাইজুলের বল পিচড হয়েই পায়ে লাগে ধনাঞ্জয়ার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন এই ব্যাটার। কিন্তু লাভ হয়নি। ৭ রান আসে ধনাঞ্জয়ার ব্যাট থেকে। ৮ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ক্রিজে জয়সুরিয়ার সঙ্গী কামিন্দু।

দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান নিসাঙ্কাকে ফেরালেন তাইজুল

নিসাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেটে দিন শুরু হলো বাংলাদেশের। তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হন অপারিজত সেঞ্চুরি নিয়ে দিন শুরু করা নিসাঙ্কা। শর্ট কাভারে নিচু হয়ে যাওয়া বল দারুণভাবে তালুবন্দি করেন বিজয়। নিসাঙ্কা থামেন ১৫৮ রানে। ১৯টি চারের মারে ২৫৪ বলে এই রান করেন নিসাঙ্কা। ক্রিজে জয়সুরিয়ার সঙ্গী ধনাঞ্জয়া।

তিনশ থেকে ১০ রান দূরে থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের শুরুতেই তিনশ চাড়িয়ে যেতে বেগ পেতে হয়নি। ৮১.৫ ওভারে লঙ্কানরা তিনশ স্পর্শ করে। তার আগে দেড়শ পার হয় নিসাঙ্কার ব্যক্তিগত রান। তার সঙ্গে ক্রিজে আছেন জয়সুরিয়া।

কলম্বো টেস্টের তৃতীয় দিন মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। চালকের আসনে থেকে দিন শুরু করেছে শ্রীলঙ্কা। নিসাঙ্কা ১৪৬ ও জয়সুরিয়া ৫ রানে দিন শুরু করেন। সময় যত গড়াচ্ছে বাংলাদেশ তত পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে বাড়ছে শ্রীলঙ্কার লিড।

দ্বিতীয় দিনে বাংলাদেশের একমাত্র স্বস্তি হতে পারে ৯৩ রানে চান্দিমালকে ফেরানো। এ ছাড়া বলার মতো কোনো পারফর্ম্যান্সই দেখাতে পারেননি বোলাররা। দিন শেষে বাংলাদেশের সামলে লিড ৪৩। প্রতিপক্ষের পড়েছে মাত্র ২ উইকেট। নিসাঙ্কা অপরাজিত আছেন ১৪৬ রানে। লঙ্কার রান ২ উইকেটে ১৯০। একটি করে উইকেট নেন তাইজুল-নাঈম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *