ইনিংস হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধস বাংলাদেশ শিবিরে। ইনিংস হারের শঙ্কা নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষ করলো শান্ত বাহিনী।

শুক্রবার (২৭ জুন) দিনের খেলা শেষ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে লাল সবুজরা। প্রথম ইনিংসে শান্তদের ২৪৭ রানের জবাবে ৪৫৮ রান করেছিল শ্রীলঙ্কা। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরও ৯৬ রান করতে হবে বাংলাদেশকে।

৩৯ বল মোকাবিলায় ১৩ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন দাস। চতুর্থ দিনে সঙ্গী হিসেবে কোনো জাত ব্যাটারকে পাবেন না তিনি। ফলে কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে তাকে।

এর আগে ২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। টানা তিন ইনিংসে ব্যর্থ হওয়ার পর এদিন আগ্রাসী শুরু করেছিলেন এনামুল হক বিজয়। তবে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি। শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার। তাতে দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে মাত্র ২৩ রান আসে তার ব্যাট থেকে। বিজয়ের আউটের পর চা বিরতিতে গিয়েছিল লাল সবুজরা। ফিরে এসে আরেক ওপেনার সাদমান ইসলামের উইকেটও হারায় বাংলাদেশ। ২৪ বলে ১২ রান করেন তিনি।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তবে তাদের জুটি ৩২ রানের বেশি হতে দেননি ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৩ বলে ১৫ রান করে স্লিপে ক্যাচ তুলে দেন মুমিনুল। এর কিছুক্ষণ পর এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে নাজমুল হোসেন শান্তকেও সাজঘরের পথ দেখান ধনাঞ্জয়া। বিপর্যয়ে পড়া দলের হাল ধরতে ব্যর্থ হন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও। ৫৩ বলে ২৬ রান করে মুশফিকের বিদায়ের পর ১৬ বলে ১১ রান করে আউট হন মিরাজ। তার আউটের পর দিনের খেলা সমাপ্তির ঘোষণা দেন আম্পায়াররা।

ব্যাটাররা ব্যর্থ হলেও তৃতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছিল টাইগার বোলাররা। ২ উইকেটের বিনিময়ে ২৯০ রানে দিন শুরু করা লঙ্কানদের বাকি ৮ উইকেট এদিন তাইজুল-নাঈমরা তুলে নেন ১৬৮ রানের বিনিময়ে। তাইজুল ৫ আর নাঈম ৩ উইকেট তুলে নেন। লঙ্কানদের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাথুম নিশাঙ্কা। তাইজুলের শিকার হওয়ার আগে তিনি খেলেন ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া দিনেশ চান্দিমাল ৯৩ আর কুশল মেন্ডিস ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

কলম্বো টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ২৪৭ রানে গুটিয়ে গিয়েছিল শান্ত বাহিনী। কোনো ব্যাটারই ফিফটি হাঁকাতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার সাদমান ইসলাম। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছিলেন অসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা।

তৃতীয় দিনের খেলা শেষে ছড়ি এখন শ্রীলঙ্কার হাতে। চতুর্থ দিনে লিটন অতিমানবীয় কিছু করতে না পারলে ইনিংস ব্যবধানে হারতে পারে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায়, শিরোপা নির্ধারণ হবে এ ম্যাচেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *