৯ ছক্কায় রেকর্ড গড়ে ভারতীয় যুবাদের জয় উপহার সেই সূর্যবংশীর

ভারতীয় জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দুটিই এখন অবস্থান করছে ইংল্যান্ডে। জাতীয় দল খেলছে টেস্ট সিরিজ। অন্যদিকে যুবারা খেলছে ওয়ানডে ও টেস্ট সিরিজ। গতকাল বুধবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারতীয় যুব দল।

বুধবার নর্দাম্পটনে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন আইপিএলের সর্বশেষ আসরে আলোচিত নাম বৈভব সূর্যবংশী। এতে সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।

ইংলিশ যুব দলের অধিনায়ক থমাস রিউ দলের হয়ে সব থেকে বেশি ৭৬ রান করেন। ৪৪ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ওপেনার বিজে ডাউকিন্স করেন ৬১ বলে ৬২ রান। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন। আইজ্যাক মোহাম্মদ ৪১, বেন মায়েস ৩১ ও রালফি অ্যালবার্ট ২১ রানের অবদান রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় যুব দল ৩৪.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ভারতীয় দলকে জয়ের ভিত গড়ে দেন বৈভব সূর্যবংশী। মারকুটে ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করেন তিনি।

বৈভব ৬টি চার ও ৯টি ছক্কার সুবাদে ৩১ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ভারতের হয়ে যুব ওয়ানডে ক্রিকেটের এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েন বৈভব। ভেঙে দেন মনদীপ সিংয়ের রেকর্ড। এর আগে মনদীপ সিং একটি যুব ওয়ানডে ৮টি ছক্কা মেরেছিলেন।

৩৪ বলে ৪৬ রান করেন বিহান মালহোত্রা। ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৪২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন কণিষ্ক চৌহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *