ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ড গড়লেন গিল

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ড সিরিজই গিলের প্রথম অ্যাসাইনমেন্ট। আর তাতেই বাজিমাত করলেন। প্রথম টেস্টে দল হারলেও নিজে বড় সেঞ্চুরি করেছিলেন। আর দ্বিতীয় টেস্টে ইতোমধ্যেই ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন। এমন ইনিংস খেলার পথে একাধিক রেকর্ডও গড়েছেন ভারত অধিনায়ক।

৩১১ বলে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গিল। এমনকি এশিয়ার প্রথম কোন অধিনায়ক ‘সেনা’ দেশগুলোর একটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন গিল। ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। তার আগে ভারতের অধিনায়ক হিসেবে এমন কীর্তি গড়েছেন মানসুর আলী খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি।

দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। ২৫ বছর ২৯৮ দিন বয়সে এমন কীর্তি গড়েছেন তিনি। সবার উপরে থাকা মানসুর আলী খান পাতৌদি ১৯৬৪ সালে করেছিলেন ২৩ বছর ৩৯ দিন বয়সে।

দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করলেন গিল। ২০১৬ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি খেলেছিলেন ২০০ রানের ইনিংস।

এ ছাড়া ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এখন গিলের। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আজহারউদ্দেনের। ১৯৯০ সালে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন, ওল্ড ট্রাফোর্ডে।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ড সিরিজই গিলের প্রথম অ্যাসাইনমেন্ট। আর তাতেই বাজিমাত করলেন। প্রথম টেস্টে দল হারলেও নিজে বড় সেঞ্চুরি করেছিলেন। আর দ্বিতীয় টেস্টে ইতোমধ্যেই ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন। এমন ইনিংস খেলার পথে একাধিক রেকর্ডও গড়েছেন ভারত অধিনায়ক।

৩১১ বলে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গিল। এমনকি এশিয়ার প্রথম কোন অধিনায়ক ‘সেনা’ দেশগুলোর একটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন গিল। ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। তার আগে ভারতের অধিনায়ক হিসেবে এমন কীর্তি গড়েছেন মানসুর আলী খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি।

দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। ২৫ বছর ২৯৮ দিন বয়সে এমন কীর্তি গড়েছেন তিনি। সবার উপরে থাকা মানসুর আলী খান পাতৌদি ১৯৬৪ সালে করেছিলেন ২৩ বছর ৩৯ দিন বয়সে।

দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করলেন গিল। ২০১৬ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি খেলেছিলেন ২০০ রানের ইনিংস।

এ ছাড়া ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এখন গিলের। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আজহারউদ্দেনের। ১৯৯০ সালে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন, ওল্ড ট্রাফোর্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *