গিলের ডাবল সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়

বার্মিংহ্যামের আকাশে ভাসছিল সূর্যের আলো। কিন্তু ইংল্যান্ডের ওপর নেমে এসেছিল রানের মেঘলা পাহাড়। শুভমান গিলের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ভারতের করা ৫৮৭ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। ভারতের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৫১০ রানে।

ইনিংসের শুরুতেই যেন ছন্দ হারায় ইংল্যান্ড। মাত্র তৃতীয় ওভারেই আকাশ দীপ তুলে নেন বেন ডাকেট ও ওলি পোপকে। দুজনই ফেরেন রানের খাতা না খুলেই। এরপর মোহাম্মদ সিরাজের শিকার হন জ্যাক ক্রাউলি। যিনি করেন ১৯ রান।

এরপর মাঠে নামেন অভিজ্ঞ জো রুট ও উদীয়মান হ্যারি ব্রুক, যাদের ব্যাটেই টিকে আছে ইংল্যান্ডের আশার আলো। রুট ১৮ ও ব্রুক ৩০ রানে অপরাজিত রয়েছেন। তারা আজ শুক্রবার বিকেলে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তবে দিনের নায়ক একটিই নাম শুভমান গিল। ব্যাট হাতে একার হাতে রচনা করেছেন ইতিহাস। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে তিনিই প্রথম যিনি করলেন টেস্ট ডাবল সেঞ্চুরি।

শুধু রেকর্ডই নয়, এই ইনিংস গড়ে দিয়েছে এক নান্দনিক মহাকাব্য। ৩৮৭ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৩০টি চার ও ৩টি ছক্কা। থেমেছেন ২৬৯ রানে। অল্পের জন্য বঞ্চিত হয়েছেন ট্রিপল সেঞ্চুরি থেকে।

তার আগে সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি মিস করেছেন দুই সঙ্গী যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজা (৮৯)। তবু, দলগত প্রচেষ্টায় ১৫১ ওভার লম্বা ইনিংসে ভারত গড়ে তোলে ৫৮৭ রানের পাহাড়।

বল হাতে ইংল্যান্ডের শোয়াইব বশির ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও জশ টাঙ।

এখন সব চোখ ইংলিশ ব্যাটিং লাইনআপে। রুট ও ব্রুকের কাঁধে ভর দিয়েই টিকে থাকার লড়াই চালিয়ে যাবে ইংল্যান্ড। কিন্তু প্রশ্ন একটাই। ভারতের রান পাহাড় টপকে তারা কি লিড নিতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *