বিমান দুর্ঘটনায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার

গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ অহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানটি ওড়ার মাত্র ২ মিনিটের মধ্যেই ক্র্যাশ হয়ে যায়। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি একটি মেডিক্যাল স্টুডেন্টদের হস্টেলের উপর ক্র্যাশ করে।

গত ১২ জুন অহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে মাত্র একজন যাত্রী ছাড়া সকলেই প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর গোটা দেশ আপাতত শোকের সাগরে ডুবে রয়েছে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এবার একটি নতুন তথ্য সামনে এসেছে। এই বিমান দুর্ঘটনার কারণে মারা গিয়েছেন ২৩ বছর বয়সি এক ক্রিকেটার (Cricketer Death)। তাঁর নাম দীর্ধ প্যাটেল। হাদার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন।

ফ্লাইট AI 171-য়ে ছিলেন এই ক্রিকেটার

আসলে, গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ অহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানটি ওড়ার মাত্র ২ মিনিটের মধ্যেই ক্র্যাশ হয়ে যায়। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি একটি মেডিক্যাল স্টুডেন্টদের হস্টেলের উপর ক্র্যাশ করে। সেখানে প্রায় ৩০ জন স্টুডেন্ট ছিলেন। এই বিমানের একজন যাত্রী ছাড়া সকলেই প্রাণ হারিয়েছেন। এই ২৪১ জন যাত্রীর তালিকায় দীর্ধ প্যাটেল নামের একজন ক্রিকেটারও ছিলেন। তিনি লিডস মর্ডানিয়ন্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন।

হাদার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানিয়েছেন, দীর্ধ প্যাটেল পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন। পাশাপাশি ক্রিকেট মাঠে সবসময়ই তাঁকে বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যেত। পড়াশোনার ব্যাপারে ছিল অত্যন্ত অনুসন্ধিৎসা। ক্লাসের মধ্যে যেভাবে আমাকে প্রত্যেকটা ব্যাপারে প্রশ্ন করত, তাতে ওর শিক্ষার গভীরতা বুঝতে পারা যেত।

২০২৪ সালে লিডস মডার্নিয়ান্সের বিদেশি ক্রিকেটার হিসেবে খেলা শুরু করেছে। এই মৃত্যুর খবর শুনে ক্লাবের পক্ষ থেকেও শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। এই প্রসঙ্গে এরেডেল অ্যান্ড ওয়ার্ফডেল সিনিয়র ক্রিকেট লিগের মুখপাত্র জানিয়েছেন, ‘দীর্ধ প্যাটেল মূলত গুজরাটের বাসিন্দা ছিলেন। নতুন চাকরিতে যোগ দেওয়ার পরও ক্রিকেট খেলাটা ও ছাড়তে পারেনি।’

২০ ম্য়াচে তিনি ব্যাট হাতে মোট ৩১২ রান করেন। এছাড়া বল হাতে শিকার করেন ২৯ উইকেট। দীর্ধ প্যাটেলের অধ্যাপক এবং ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *