আধুনিক ‘ফুটবলের ঈশ্বর’ পা রাখছেন কলকাতায়! অপেক্ষায় কোটি কোটি ভক্ত…

কলকাতায় ইডেন গার্ডেন্সেই তাঁকে ঘিরে রাখা হয়েছে কর্মসূচি। যুবভারতীতে নয়, ইডেনেই পা রাখতে চলেছে বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।

১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন আর্জেন্টিনার মহতারকা লিওনেল মেসি। খবর, কলকাতা, মুম্বই এবং দিল্লিতে যাবেন তিনি। কলকাতায় ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা দেওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, একই অনুষ্ঠানে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সম্ভাবনা মেসির।

যাবেন ফিরোজ শাহ কোটলা অথবা জহরলাল নেহেরু স্টেডিয়ামে। মুম্বইতে ব্রেবন স্টেডিয়ামেও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেখানে তার সাক্ষাৎ হওয়ার কথা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে। কলকাতায় ইডেন গার্ডেন্সে ছোটদের নিয়ে ওয়ার্কশপও করবেন। সেভেন আ সাইড একটি ফুটবল টুর্নামেন্ট হবে তাঁকে ঘিরে, যার নাম দেওয়া হয়েছে গোট কাপ। একটি ফুটবল ক্লিনিকের উদ্বোধন হবে সেখানে। মোটামুটি একই শিডিউল থাকবে মুম্বই এবং দিল্লিতে।

পেলে, মারাদোনা, রোনাল্দিনহো, কাফু, মার্তিনেসদের পর এবার ভারতে মেসি। মেসির অবশ্য এটা প্রথম কলকাতা সফর নয়। ২০১১ সালের ৩ সেপ্টেম্বর আর্জেন্তিনার ক্যাপ্টেন্স ব্যান্ড হাতে যুবভারতীতে নেমেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মেসি দলনায়ক হিসেবে প্রথম ম্যাচ ছিল। ওই খেলায় মেসির দল জিতেছিল ১-০ গোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *