দেশের এই ৫ ক্রিকেটারও প্রাইভেট জেটের মালিক! জানেন কারা?

প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ভারতে এমন ৫ ক্রিকেটার আছেন, যাঁরা প্রাইভেট জেটের মালিক! কী শুনে অবাক হয়ে গেলেন তো? তাহলে জেনে নিন তাঁরা কারা!

যে ক্রিকেটাররা জেট মালিক

নাম-যশ-খ্যাতির সঙ্গেই জুড়ে যায় সম্পদ এবং বৈভবের প্রাচুর্য। ভারতীয় ক্রিকেটাররা এমন এক জীবনযাপন উপভোগ করেন যা প্রকৃত অর্থেই ব্যয়বহুল। বিসিসিআইয়ের সঙ্গে বিরাট অঙ্কের বার্ষিক চুক্তি ছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং প্রচুর সোশ্যাল মিডিয়া ফলোয়ারের কারণে তাঁদের অনেকেরই আয় আকাশ ছোঁওয়া।

বাড়ি-গাড়ির গণ্ডি পেরিয়ে তা ব্যক্তিগত জেটে ছুঁয়েছে। ভারতের তিন প্রাক্তন ও দুই বর্তমান ক্রিকেটারের আছে প্রাইভেট জেট। জানেন কি? না জানলে তালিকায় চোখ বুলিয়ে নিন

সচিন তেন্ডুলকর

‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর ২৬০ কোটি টাকার মালিক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিশ্বের অন্যতম দামি প্রাইভেট জেট রয়েছে তাঁর

কপিল দেব

১৯৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্রায় ১১০ কোটি টাকার মালিক। হরিয়ানা হারিকেনেরও রয়েছে নিজস্ব জেট

এমএস ধোনি

প্রায় ১০০০ কোটির মালিক আইসিসি-র তিন ট্রফি জয়ী এমএস ধোনি। কিংবদন্তি অধিনায়কেরও আছে প্রাইভেট জেট।

বিরাট কোহলি

ধোনির মতোই ১০০০ কোটির মালিক বিরাট কোহলি। ব্যাটিং মায়েস্ত্রোর নাকি রয়েছে ১২৫ কোটি টাকার জেট!

হার্দিক পাণ্ডিয়া

প্রায় ১০০ কোটি টাকার মালিক হার্দিক। লাক্সারি ঘড়ি, ডিজাইনার পোশাক, এবং দুরন্ত গাড়ির শখ তাঁর। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে হার্দিক জেটের মালিক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *