মাথায় আকাশ ভেঙে পড়ল শুভমন গিলদের!

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হতে সাতদিন বাকি, তাঁর আগেই শুভমন গিলদের রক্তচাপ বাড়ল! দেশে ফিরলেন টিমের সুপারস্টার…

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজই হতে চলেছে অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম অ্যাসাইনমেন্ট। দেশের ৩৭তম টেস্ট অধিনায়কের নেতৃত্বে তরুণ টিম ইন্ডিয়া বেন স্টোকসদের বিরুদ্ধে, লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ২০ জুন থেকে মহাযুদ্ধে নামবে।

শুক্রবার ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের বেকেনহ্যামে, শুভমনরা ইনট্রা স্কোয়াড ম্যাচে অংশ নিয়েছেন। এভাবেই তাঁরা সারছেন মহাযুদ্ধের প্রস্তুতি। আর ঠিক এমন সময়ে তাল কাটল টিমের। ইন্ডিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিনিয়র দল যখন বন্ধ দরজার আড়ালে গা ঘামানোর প্রস্তুতির কথা ভাবছিলেন, ঠিক তখনই বিরাট ধাক্কা খেলেন শুভমনরা। ভারতে ফিরলেন দলের হেডমাস্টার গৌতম গম্ভীর।

বেকেনহ্যাম থেকে জিজি নয়াদিল্লিতে ফিরলেন আপত্‍কালীন পরিস্থিতিতেই। গম্ভীরের মা সীমা গম্ভীর এই মুহূর্তে গুরুতর অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গঙ্গারাম হাসপাতালের আইসিইউ-তে তিনি চিকিত্‍সাধীন তিনি। কঠিন সময়ে পরিবারের পাশে থাকতেই দেশে ফিরলেন গম্ভীর। ভারতীয় দলে গম্ভীরের অনুপস্থিতিতে, সহকারি কোচ সীতাংশু কোটাক এবং রায়ান টেন ডোশখাতে, বোলিং কোচ মর্নি মরকেল দলের দায়িত্ব সামলাবেন।

সংবাদসংস্থা এএনআই এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট করেছে, ‘পারিবারিক ইমারেজেন্সিকর কারণেই গম্ভীরকে ভারতে ফিরে আসতে হয়েছে। বুধবারই তিনি ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। আমাদের প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে।’ ৪৬ দিনের সফরে ইংল্যান্ড এসেছে ভারত। গম্ভীরের বিলেতে ফেরার কিন্তু কোনও নিশ্চয়তা কিন্তু নেই। এই প্রসঙ্গে ওই সূত্রের খবর, ‘এখনও পর্যন্ত গম্ভীরের ইংল্যান্ডে আসার ফেরার নিশ্চয়তা নেই। সবই তাঁর মায়ের সুস্থতার উপর নির্ভর করছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো হেডিংলিতে প্রথম টেস্টের আগে গম্ভীর দলের সঙ্গে যোগ দেবেন।’

গত ১১ জুন গম্ভীর দলের সঙ্গে লন্ডনে এসেছিলেন। দু’দিনেই দেশে ফিরতে হল তাঁকে। গম্ভীর দেশের হয়ে জোড়া বিশ্বকাপ জিতেছেন কুড়ি ও পঞ্চাশ ওভারের সংস্করণে। সব রকমের ক্রিকেটে তাঁর মিলিত সংগ্রহ ৪১ হাজার ৯৫৬ রান। সঙ্গে রয়েছে ৮৪ সেঞ্চুরি। নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে তিনি বিরাট নাম। এদিন বেকেনহ্যামে ভারতীয় খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা কালো আর্মব্যান্ড বেঁধেছিলেন। আমদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতেই এমনটা করলেন শুভমনরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড- শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *