৫ বলে ৫ উইকেট! ২৮ রানে ৭ উইকেট

দিল্লির একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাঁচ বলে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন দিগ্বেশ রাঠী। আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের হয়ে নজরকাড়া লেগস্পিনারের বোলিংয়ে উচ্ছ্বসিত সঞ্জীব গোয়েন্‌কাও।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে নজর কেড়েছিলেন দিগ্বেশ রাঠী। শুধু বল হাতে পারফরম্যান্সের জন্যই নয়, বিতর্কে জড়িয়ে শাস্তিও পেয়েছেন একাধিক বার। আইপিএলের ১৪টি উইকেট নেওয়া দিগ্বেশ এ বার একটি টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ বলে ৫ উইকেট নিয়ে নজর কাড়লেন। নিলেন হ্যাটট্রিক-সহ ৭ উইকেট।

দলের লেগস্পিনারের ৫ উইকেট নেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কা। দলের ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বাসও গোপন করেননি তিনি। শুধু তাই নয় লখনউ কর্তৃপক্ষও সমাজমাধ্যমে ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন। দিল্লির ক্রিকেটার স্থানীয় একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলছেন।

প্রতিপক্ষ দলের ইনিংসের ১৫তম ওভারে বল করতে আসেন দিগ্বেশ। সে সময় তাদের রান ছিল ৫ উইকেটে ১৫১। বল করতে এসে পর পর পাঁচ বলে প্রতিপক্ষ দলের পাঁচ ব্যাটারকে আউট করে দেন দিগ্বেশ। হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নেন এক ওভারে। তাঁর স্পিন বুঝতেই পারেননি ব্যাটারেরা। ১৪.৫ ওভারে ১৫১ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ম্যাচে ২৮ রানে ৭ উইকেট নিয়েছেন লেগস্পিনার। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দিগ্বেশের এই পারফরম্যান্সের ভিডিয়ো।

আইপিএলে দিগ্বেশের ‘নোটবুক’ উচ্ছ্বাস আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ‘নোটবুক’ উচ্ছ্বাসের জন্য তাঁর বিরুদ্ধে উঠেছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) রোষেও পড়েছিলেন। একাধিক ম্যাচে জরিমানা হয় তাঁর। এক ম্যাচের জন্য নিলম্বিতও (সাসপেন্ড) হতে হয় দিগ্বেশকে। স্থানীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে অবশ্য তাঁকে বিতর্কিত ‘নোটবুক’ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *