
টেস্টের চতুর্থ ইনিংসে ৩৭১ রানের লক্ষ্য দিয়েও স্বস্তিতে থাকতে পারছে না ভারত। কারণ প্রতিপক্ষ ইংল্যান্ড এখনও কোনো উইকেট না হারিয়েই ১৮১ রান তুলেছে। রেকর্ড জুটি বেঁধেছেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি। ১৫ বছরের পুরোনো এক রেকর্ড গড়ে ডাকেট ইতোমধ্যে সেঞ্চুরিও পূর্ণ করেছেন। তবে ব্যাকফুটে থাকা ভারতের সহায় হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে হেডিংলির আকাশে।
১৫ বছর পর প্রথম কোনো ইংলিশ ওপেনার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডাকেট। এর আগে সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক মিরপুরে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়ায় ওপেনারদের ব্যাটে এমন ইনিংসই প্রয়োজন ছিল ইংলিশদের। এ নিয়ে ৩৪তম টেস্টে ডাকেট নিজের ষষ্ঠ সেঞ্চুরি করলেন, যা ভারতের বিপক্ষে দ্বিতীয়।
ডাকেট আরেকটি রেকর্ড গড়েছেন সতীর্থ ওপেনার জ্যাক ক্রাউলির সঙ্গে মিলে। দুই ওপেনারের জুটিতে ইংল্যান্ড পেয়েছে ১৮৮ রান। যার মাধ্যমে ভেঙেছে ৪৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৭৭ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইংলিশ ওপেনার জিওফ্রি বয়কট ও মাইক ব্রেয়ারলি মিলে গড়েন ১৫৪ রানের জুটি। যা চতুর্থ ইনিংসে এতদিন ইংল্যান্ডের সর্বোচ্চ জুটি ছিল। সেটিকে আজ ছাড়িয়ে গেলেন ডাকেট-ক্রাউলি জুটি।
এদিকে, ভারতের জন্য সহায়ক হিসেবে নামা বৃষ্টি কিছুক্ষণ বাদেই থেমে গেছে। এমনকি মাঠে গড়িয়েছে বল–ও। তবে দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেকথ্রু পেল ভারত। পেসার প্রসিধ কৃষ্ণার অফ স্টাম্পের বেশ বাইরের ফুল লেংথ ডেলিভারিতে স্লিপে থাকা লোকেশ রাহুলকে ক্যাচ দিয়েছেন ক্রাউলি। ফলে থেমেছে তার ১২৬ বলে ৭টি চারে সাজানো ৬৫ রানের ইনিংস। ভেঙেছে ইংলিশদের ১৮৮ রানের ম্যারাথন ওপেনিং জুটি। ভারত এই মোমেন্টামকে কাজে লাগিয়ে ম্যাচের ফল নিজেদের দিকে নিতে পারে কি না এখন সেটাই দেখার অপেক্ষা!
এর আগে হেডিংলি টেস্টের চতুর্থ দিন ২১/০ স্কোর নিয়ে শেষ করেছিল ইংল্যান্ড। ভারতের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে রীতিমতো বুমরাহ-সিরাজ-জাদেজাদের হতাশ করে চলেছেন ইংলিশ ব্যাটাররা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ২০৫ রান। জয় পেতে ইংলিশদের ১৬৬ আর ভারতের প্রয়োজন ৯ উইকেট। বৃষ্টি আর বাগড়া না দিলে আরও ৫০ ওভারের মতো খেলা হবে আজ।