আবারও সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে টেনে তুলছেন গিল

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ ওভারে ৫ উইকেটে ৩১০ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত আছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।

টেস্ট অধিনায়ক হিসেবে এটি ডানহাতি ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি। আর সব মিলিয়ে এটি তার সপ্তম টেস্ট শতক।

এর আগে সিরিজের প্রথম টেস্টে লিডসে ১৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন গিল। অর্থাৎ অধিনায়ক হিসেবে দুুই টেস্টে টানা সেঞ্চুরি করলেন ২৫ বছর বয়সী এই তারকা।

এজবাস্টনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ২৬ বলে খেলে মাত্র ২ রানে আউট হন ওপেনার লোকেশ রাহুল। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় ভারত।

গিল ছাড়া গতকাল বুধবার রান পেয়েছেন কেবল ওপেনার যশস্বী জয়সওয়াল। বাকিদের কেউ গিলকে খুব বেশি সহায়তা করতে পারেননি। যে কারণে গিলের সেঞ্চুরিই ভারতকে ট্রাকে রাখার ক্ষেত্রে মূল অবদান রেখেছে।

জয়সওয়াল ১০৭ বলে ৮৭ রান (১৩ চার) করে বেন স্টোকসের বলে আউট হন। এছাড়া করুণ নাইর ৩৫, রিশাভ পান্ত ২৫ রান করেন।

আর গিলের ১১৪ রানের অপরাজিত ইনিংসে ছিল ১২ চারের মার। তার সঙ্গে ৪১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন রবীন্দ্র জাদেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *